করোনার মধ্যেই নতুন মহামারীতে পর্যুদস্ত ভারত !
করোনা ভাইরাসের সংক্রমণ না পেরোতেই নতুন করে আরেক মহামারীর আগমন ঘটেছে ভারত। করো না মহামা রির কারণে তৈরি সঙ্কটময় পরিস্থিতির মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু। এবার দিল্লি এবং মহারাষ্ট্রেও সরকারিভাবে বার্ড ফ্লু ধ রা পড়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রোববার ওই দুই রাজ্যে বেশ কিছু পাখির মৃ ত্যু হয়েছে। সোমবার ন্যাশনাল ল্যাবরেটরিতে সেসব মৃ ত পাখির নমুনা পরীক্ষায় বার্ড ফ্লু ধ রা পড়েছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবারই বৈঠকে বসছে কেন্দ্র। খবর এনডিটিভির।
এর আগে উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাটে বার্ড ফ্লু ধ রা পড়ে। ফলে এসব রাজ্যে বহু পাখির মৃ ত্যু হয়েছে। বার্ড ফ্লু ধ রা পড়ার পর সবচেয়ে বড় পোলট্রি বাজারে মুরগি আম দানি নিষিদ্ধ করেছে দিল্লি সরকার।
সম্প্রতি ওই রাজ্যের পারভানি জে লায় মুরুম্বা গ্রামে প্রচুর মুরগি মা রা গেছে। নমুনা সংগ্রহের পর তা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ধ রা পড়েছে।
এখন পর্যন্ত হরিয়ানায় সবচেয়ে বেশি পাখির মৃ ত্যু হয়েছে। গত কয়েক সপ্তাহে সেখানে চার লাখের বেশি পাখির মৃ ত্যু হয়েছে। জম্মু-কা শ্মীর এবং ছত্তিশগড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।