বিএনপি নেতার দুর্দশা জানালেন কাদের মির্জাকে !
বর্তমান সময়ে বিএনপি দুঃখ দুর্দশার কথা এখন সবারই দৃষ্টিগোচর আছে কিন্তু অকপটে স্বীকার করার পর্যাপ্ত সুযোগ না থাকলেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আজ সকালে এক জায়গা থেকে একজন বিএনপির প্রার্থী আমাকে ফোন করে বলেন, ‘ভাই, আপনার এলাকায় বিএনপি ভোট করছে, আর আমি আমা র বাড়ি থেকেও বের হতে পারছি না, ভোট করা তো দূরের কথা।’ এই হলো অবস্থা, তারা বড় বড় কথা বলে।’
সোমবার (১১ জানুয়ারি) সকালে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, যদি কোথাও কারচুপি হয়, সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ করে দেব। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মক র্তাকে কোনো অন্যায় করতে দেওয়া হবে না।’
সুষ্ঠু নির্বাচনের আশ্বা স দিয়ে আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলছি যে কেন্দ্রে কেউ গণ্ডগোল করবে, সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে ১০ বার নির্বাচন হবে। তবু নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না।’ তিনি বলেন, ‘নির্বাচনের দিন আপনারা যদি দেখেন আমি অনিয়ম করছি, তাহলে আমি প্রার্থনা করে বলছি, হে খোদা, আমি যদি অনিয়মের ভোটের সঙ্গে সম্পৃক্ত হই, তাহলে তুমি আমাকে ভোটের দিনই মৃ ত্যু দিও।’
এদিকে, সোমবার বিকেলে কর্মীদের শপথ করান আবদুল কাদের মির্জা।
লিখিত শপথ বাক্যে আবদুল কাদের মির্জা বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মা র্কার মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জাকে আগামী ১৬ ডিসেম্বর ২০২১ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে আমি একজন কর্মী হিসেবে, আমা র ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, ঈ মানদারির সহিত পালন করিব। কোনো প্রকার ভোট জালিয়াতির আশ্রয় নেব না। বল প্রয়োগের মাধ্যমে কোনো ভোটারকে তার ভোটাধিকার হ রণ করা থেকে বিরত থাকবো। ভোটের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ভোট কে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করবো এবং নিজ দায়িত্ব থেকে কোনো ক্রমেই বিচ্যুত হবো না। দলীয় নির্দেশনা মোতাবেক, নেতৃবৃন্দের পরাম র্শ ব্যতিরেকে এমন কোনা কর্মে লিপ্ত হবো না, যাতে দল-নৌকা মা র্কার প্রার্থীর ক্ষতি হয়। এই নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করে জয়ী হবার জন্য আম রা জীবন উৎসর্গ করার ঘোষণা দিলাম। মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজে লা পরিষদের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল, উপজে লা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল।