প্রাক্তন মহাসচিব ফোরাম গঠনের সিদ্ধান্ত
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন সংস্থার সাবেক মহাসচিবগণের সমন্বয়ে একটি মহাসচিব ফোরাম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাতীয় সাংবাদিক সংস্থার সকল সাবেক মহাসচিব এই ফোরামের সদস্য থাকবেন।
প্রাক্তন মহাসচিব ফোরাম সংগঠন পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার আলোকে সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে পরামর্শ দিতে পারবেন। প্রাক্তন মহাসচিব ফোরামের একজন চেয়ারম্যান ও একজন সদস্য সচিব থাকবেন। প্রাক্তন মহাসচিব ফোরাম গঠনের লক্ষ্যে প্রথম বৈঠকে চেয়ারম্যান ও সদস্য সচিব মনোনীত করবেন সাবেক মহাসচিবগণ।প্রাক্তন মহাসচিব ফোরামের প্রথম বৈঠক আহ্বান করবেন বর্তমান মহাসচিব।
সংস্থার সাবেক মহাসচিবগণ হলেন মোঃ আবুল হোসেন (১৯৮২-৮৩), মোঃ ওয়াহিদুর রহমান (১৯৮৪-৮৫), মুহম্মদ আলতাফ হোসেন (১৯৮৬-৮৯), ইয়াহিয়া নয়ন (১৯৯০-৯১), মরহুম সাহিদ সিরাজী (১৯৯২-৯৩), সৈয়দ তাজ-উস-শফী (১৯৯৪-৯৭), এফ এস জামিল পাভেল (১৯৯৮-২০০১), লুৎফর রাশিদ রানা (২০০২-২০০৫), মোঃ আলম হোসেন (২০০৬-২০০৭), খোন্দকার কাওছার হোসেন (২০০৮-২০০৯), মোঃ নূর ইসলাম (২০১০-২০১১), এস, এম. সিরাজুল ইসলাম (১৯১২-১৩), এডভোকেট লুৎফর রাশিদ রানা (২০১৪-১৫), সাজ্জাদুল কবির (২০১৬-১৭), আবুল বাসার মজুমদার (২০১৮-২০)। তাছাড়া ১৯৮৫ সালে মুহম্মদ আলতাফ হোসেন, ১৯৯৩ সালে জাকারিয়া মুক্তা এবং ২০০১ সালে লুৎফর রাশিদ অস্থায়ী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।