ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি !
বিপজ্জনক অপরাধের’ অভিযোগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান জেমি রাসকিন এ মামলার নেতৃত্ব দিচ্ছেন।
মামলায় অভিযোগে বলা হয়েছে– কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলাকারীদের উসকানি দেওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের ‘সবচেয়ে বিপজ্জনক অপরাধ’ করেছেন। ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মামলার কার্যক্রম শুরু হতে পারে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ কথা জানিয়েছে।
৬ জানুয়ারি জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে প্রত্যয়নের দিনে ক্যাপিটল হিলে তাণ্ডবে অংশগ্রহণকারীদের উসকানির দায়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয় প্রতিনিধি পরিষদে। অভিশংসন প্রস্তাবটি এনেছিলেন কংগ্রেসম্যান জেমি রাসকিনই। অভিশংসন প্রস্তাব পাস করাতে পেরে রাসকিন এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করায় উদ্যোগী হয়েছেন।
তবে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবটি হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি কখন সিনেটে পাঠাবেন তা জানাননি রাসকিন। শুধু বলেছেন, শিগগিরই এটি আসা উচিত। যদিও পেলোসি আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।’ সেখানে ব্যস্ততা রয়েছে তার।
গত বুধবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেরন্টেটিভসের ভোটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। ক্যাপিটলে হামলাকারীদের উসকানি দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে হাউসে ‘রাষ্ট্রদ্রোহিতায় উসকানি’র অভিযোগ আনা হয়।