অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাষ্ট ইউ. কের উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাষ্ট ইউ,কের উদ্যোগে বিরল রোগ এপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত লালটেকের তৌহিদের চিকিৎসা তহবিলে আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক টাকা প্রদান করা হয়েছে। ১৬ জানুয়ারী শনিবার কামাল বাজার এলাকার লালটেকস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মোঃ সামছুজ্জামান সমছু চেয়ারম্যানের সভাপতিত্বে ও মাস্টার মোঃ আজম আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী।
বক্তব্যে তিনি বলেন, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাষ্ট ইউ,কের উদ্যোগে ইউনিয়নে অনেক সেবামুলক কাজ হয়েছে এবং হচ্ছে। এসব সেবামুলক কাজে যে সকল ট্রাষ্টি মুক্ত হস্তে দান করে যাচ্ছেন আমরা তাদের অভিনন্দন জানাই। পাশাপাশি তাদের এসব দান মহান রাব্বুল আলামীন কবুল করুন এ দোয়া আমাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্টের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ মদরিছ আলী, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, কামাল বাজার ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মজিদ মিয়া, ইসলামী ব্যাংক কামাল বাজার আইটলেট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, প্রবীণ মুরব্বী হাজী আব্দুল হামিদ, সাবেক মেম্বার মরতুজ আলী।
বক্তারা অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাষ্ট ইউ,কের সভাপতি এম এ মল্লিক আহমেদ, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনসহ সংস্থার সকল ট্রাস্টিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীরা আমাদের অহংকার, আমাদের গর্বের ধন। তারা নিজেদের আরাম আয়েশ ত্যাগ করে নিজ জন্মস্থান তথা এলাকার মানুষের মুখে হাসি ফুটাতে এবং এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন সব সময়। আমরা তাদের এসকল কাজকে সাধুবাদ জানাই। পাশাপাশি কামনা করি সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু। বিশেষ করে করোনা থেকে মুক্তি লাভের জন্য আমরা দোয়া করি সকলের জন্য, বিশ্ববাসীর জন্য।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন সমাজসেবী মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে করোনা থেকে প্রবাসীসহ বিশ্ববাসীর মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।