নওগাঁর ১১ উপজেলায় ঘর পেলো ১০৫৬ পরিবার
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁর ১১ উপজেলায় এক হাজার ৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টা ১৫ মিনিটে এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন সদর উপজেলার ১১০ উপকারভোগীর ঘর বুঝিয়ে দেন। এছাড়া প্রত্যেক উপজেলায় ভিন্ন ভিন্ন সমাবেশের আয়োজন করে স্ব স্ব এলাকার ঘরগুলো বুঝে দেয়া হয়।
অন্যদের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ১১০টি, বদলগাছীতে ৪৮টি, মহাদেবপুরে ৩৪টি, আত্রাইয়ে ১৭৫টি, রাণীনগরে ৯০টি, মান্দায় ৯০টি, সাপাহারে ১২০টি, নিয়ামতপুরে ৭১টি, পোরশায় ৫৪টি, ধামইরহাটে ১৫০টি এবং পতœীতলায় ১১৪টি পরিবারের মধ্যে নতুন ঘর হস্তান্তর করা হয়।
এগুলোর মধ্যে রয়েছে ভিক্ষুক পরিবার ৩১টি, প্রতিবন্ধী ১৫টি, অন্যের বাড়িতে-রাস্তার পাশে ও খোলা জায়গায় ঝুপড়ি ঘরে থাকা ১১টি, স্বামী পরিত্যক্তা ও বিধবা ৫৫টি, দিনমজুর ১২টি, আদিবাসী ৯১টি এবং ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী পরিবার ৭৩টি।
আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ করা হয় ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরের ধরন একই। সেখানে আছে দুটি শোবার ঘর, একটি টয়লেট, রান্না ঘর, কমন স্পেস ও একটি বারান্দা। এসব ঘর প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।