মহাদেবপুরে পরিযায়ী পাখি সংরক্ষণে সচেতনতা সভা অনুষ্ঠিত
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : রোববার দুপুরে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর উদ্যোগে ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ডাকবাংলো মিলনায়তনে পরিয়ায়ী পাখি ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক পথসভার আয়োজন করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী অঞ্চলের ওয়ার্ল্ড লাইফ অফিসার রাহাত খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিবিসিএফের প্রধান উপদেষ্টা যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম মোবাইলফোনের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন।
উপজেলার হাসানপুর পাখি কলোনির (জীবন) পরিচালক ও বিবিসিএফ নওগাঁ জেলা শাখার সভাপতি ইউনুছার রহমান হেবজুল এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী অঞ্চলের বন পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়ার্ল্ড লাইফ রেঞ্জার হেলিম রায়হান, ফরেস্টার ইউসুফ, বিবিসিএফএর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা সাংবাদিক গোলাম রসুল বাবু, জোয়ানপুর পাখি কলোনির পরিচালক এস এম মাহফুজ, শালগ্রাম তরফদার বাড়ি পাখি কলোনির পরিচালক সাঈদ হাসান তরফদার শাকিল, মগলিশপুর পাখি কলোনির পরিচালক আকরাম হোসেন, নিরাপদ নওগাঁর চেয়ারম্যান সাংবাদিক এম সাখাওয়াত হোসেন, নিশান এর পরিচালক মহিদুল ইসলাম, পরিবেশবিদ ও আদিবাসী কর্মী সাংবাদিক অসিত দাস, সাংবাদিক আমিনুর রহমান খোকন, মেহেদী হাসান, পরিবেশ লেখক সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, আব্দুল আজিজ প্রমুখ।
সভায় পাখি প্রেমিক শাহাদাত হোসেন শান্ত, তনু কুমার দেব, মেহেদী হাসান সাগরসহ অসংখ্য পাখি প্রেমিক উপস্থিত ছিলেন।
প্রাচীনতম ঐতিহ্যবাহী আত্রাই নদীর নতুন ও পুরাতন ব্রিজের সন্নিকটে পাখির অভয়াশ্রম গড়ে তোলেন কুঞ্জবন বিচিত্র পাখি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখিবিদ মুনসুর সরকার। পাখির জন্য সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলার পাখি সুরক্ষা কমিটির কর্ণধার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন।