রাণীনগরে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁর রাণীনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় আজাহার আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরেহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামের আব্দুল শাহার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোর ৬টায় আজাহার আলী তার বাইসাইকেল যোগে বাজারে যাবার সময় রাণীনগর-আত্রাই পাকা সড়কের নগর ব্রীজের পূর্বদিকে শহিদুলের ইটভাটার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে ও সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীন আকন্দ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।