জয় বাংলা ভিশনের সাংবাদিক অমল তালুকদার সন্ত্রাসীদের হামলায় আহত
এস.এম. সাইফুল ইসলাম কবির: জয় বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার ও ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার পিটিয়ে আহত করেছে মূখোশধারী সন্ত্রাসীরা। বুধবার রাতে পাথরঘাটা শহরে নিজ বাসার সামনে তিনি এ হামলার শিকার হন। খবর পেয়ে পাথরঘাটা হাসপাতালে অমল তালুকদার কে দেখতে যান পাথরঘাটা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ ঘটনায় জরুরি প্রতিবাদ সভার আয়োজন করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে পাথরঘাটা শহরে নিজ বাসার সামনে। এ সময় পার্শ্ববর্তী লেকপাড় থেকে ৪/৫ জন মূখোশধারী সন্ত্রাসী লাঠি-সোঠা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহতবস্থায় তাকে পাথরঘাটা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাতেই পাথরঘাটা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
পাথরঘাটা হাসপাতালের চিকিৎসক জানান, আহত সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বর্তমানে সার্বিকভাবে তার অবস্থা স্থিতিশীল। এক্স-রে রিপোর্ট হাতে পেলে জানা যাবে কোথাও ভেঙ্গেছে কি না।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার বিষয়টি জানতে পেরেছি। আহত সাংবাদিককে আমি দেখে এসেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। । জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিস্ঠাতা চেয়ারম্যানশেখ সাইফুল ইসলাম কবির বলেন, সাংবাদিক অমল তালুকদার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম (২8শে জানুয়ারি) ১টায় জরুরি সভার আহবান করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।