আওয়ামী প্রার্থীদের অটোপাস দেওয়ার অনুরোধ জাপা মহাসচিবের!
চসিক নির্বাচনে সহিংসতার জেরে আওয়ামী লীগের সকল প্রার্থীদের অটোপাশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাপা মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, চট্টগ্রামের সিটি নির্বাচনে দুই গরীব মায়ের বুক খালি হয়েছে। নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি ও জীবনহানি হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান। নইলে পরীক্ষা না নিয়ে যেভাবে এবার এইচএসসির অটোপাশের ব্যবস্থা করা হয়েছে, সেভাবেই নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাশের ব্যবস্থা করুন।
শুক্রবার বাদ আছর জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জিএম কাদেরের শারিরীক সুস্থতার জন্য জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর শাখার দোয়া ও মিলাদ মাহফিলে বাবলু এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, এরশাদের আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা ও চাঁদাবাজী ছিল না। তাই, মানুষ এখনো তার স্বর্ণালী যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে এরশাদের স্বর্ণালী স্বপ্ন বাস্তবায়ন করবে।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী।