নওগাঁয় ছাত্রলীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণের সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল এর উপর হামলার প্রতিবাদে রোববার (৩১ জানুয়ারী) বিকেল ৫টায় নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ঘন্টা কালব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমার রেজভীর নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দানকালে ছাত্রলীগের নেতারা অভিযোগ করেন যে, নওগাঁ পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে শনিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২০-২৫ জন নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপর হামলা করা হয়।
বক্তারা বিএনপি, জামাত ও ফ্রিডম পার্টিও নিল নক্সায় পাকিস্তানি পরাজিত শক্তিদের এজেন্ট হিসেবে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবির পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই হামলার ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানান।
জেলা উপজেলা এবং পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।