ইসির বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে ১০১ আইনজীবী
0
0
0
দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগে এবার পর্যুদস্ত ইসি নুরুল হুদা। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ১০১ আইনজীবী। আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ আবেদন পৌঁছে দেয়া হয়।
বিএনপির নেতা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, দুর্নীতি এবং গুরুতর অসদাচরণের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বিরুদ্ধে তদন্ত করে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ গঠনের দাবি জানানো হয়েছে।