বেরিয়ে এলো ক্যাপিটাল হিলে হামলার অর্থদাতা
ক্যাপিটাল হিলে হামলার ভয়নকর সব তথ্য একে একে বেরিয়ে আসতে শুরু করেছে। সময় যত গড়াচ্ছে, ততই একের পর এক বেরিয়ে আসছে ট্রাম্পের থলের বিড়াল। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার আগ মুহূর্তে হঠাৎ করেই ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো আমেরিকা। আর এ ঘটনার নেপথ্যে ছিল ট্রাম্প তার অর্থ সরবরাহকারী জুলি জেনকিন্স ফান্সেলি।
সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জার্নালের প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, মূলত ট্রাম্প সমর্থকরা এই হামলা চালিয়েছিল। আর এই হামলার অর্থ যোগান দিয়েছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী তথা পাবলিক্স সুপার মার্কেট চেইনের একজন উত্তরাধিকারী জুলি জেনকিন্স ফান্সেলি। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে ইউএস ক্যাপিটলে যে মিছিল থেকে হামলা করা হয়, সেই মিছিলের জন্য মোট ৩ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছিল। এই টাকার সিংহভাগ অর্থাৎ ২ কোটি ২০ লাখ টাকা দিয়েছিলেন জুলি। এলিপস পার্কের র্যালিতে ট্রাম্প নিজের সমর্থকদের লড়াই করার আবেদন জানান। তারপরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালে ট্রাম্পের প্রচারের জন্যও অনেক টাকা খরচ করেছেন জুলি। অ্যালেক্স জোন্স নামের এক রেডিও জকির মাধ্যমে এই টাকা দিয়েছেন তিনি, এমনটাই জানা গেছে।