ইরাক সফরে গেলেন ইরানের প্রধান বিচারপতি
ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রধানের আমন্ত্রণে ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি আজ সোমবার ইরাক সফরে যাবেন। বিচারিক এবং আইনি ক্ষেত্রে বাগদাদ এবং তেহরানের মধ্যে সহযোগিতা বাড়ানোই এ সফরের প্র্রধান উদ্দেশ্য বলে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের বিচার বিভাগের উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে সফরে যাওয়া বিচারপতি ইব্রাহিম রাইসি ইরাকের বিচার বিভাগের প্রধানসহ দেশটির অন্যান্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইরানি দূতাবাস তার বিবৃতিতে আরো বলেছে, ইব্রাহিম রাইসি আগামীকাল (মঙ্গলবার) ইরাকের জুডিশিয়াল কাউন্সিলের প্রধান দফতর পরিদর্শনে যাবেন এবং সেখানে বিচারিক ও আইনি সহযোগিতার কাঠামোর আওতায় বেশ কিছু সমঝোতা স্মারকে সই করবেন। এছাড়া, সফরের অবকাশে ইরাকের আইন মন্ত্রণালয়, ফেডারেল ইন্টিগ্রিটি কমিশন এবং মানবাধিকার কমিশনের সঙ্গেও সমঝোতা স্মারকে সই করবেন।
ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল যে ইরানি প্রতিনিধিদলটি ইরাকের বিচার মন্ত্রণালয়, ইরাকে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং ইরাকের ট্রান্সপারেন্সি কর্তৃপক্ষের সঙ্গে অন্যান্য চুক্তিতে সই করবেন। এছাড়া, ইরাকের মিডল ইস্ট নিউজ ওয়েবসাইট জানিয়েছে, রাইসি ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালিহ এবং প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইরানের বিচার বিভাগের প্রধান কর্মকর্তা রাইসি ইরাকের নাজাফ এবং কারবালা প্রদেশে অবস্থিত পবিত্র মাজারগুলো জিয়ারত করবেন