কাশ্মীর সমস্যার সমাধান চাইলেন বাইডেন, উদ্বেগ ভারতের!
এবার ফিলিস্তিনের পর ভারতের অধিকৃত কাশ্মীর সমস্যার সমাধান চাইলেন বাইডেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কাশ্মির সমস্যার একটা আশু সমাধান চান বলে রোববার এক খবর পরিবেশন করেছে কাশ্মির মিডিয়া সার্ভিস ।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেড তারার-এর বরাদ দিয়ে ওয়াশিংটন থেকে পরিবেশিত এ খবরে বলা হয়েছে, জো বাইডেন তার সাথে সাক্ষাতকারে বলেছেন, কাশ্মির হচ্ছে একটি মানাধিকারের বিষয়; আর মানাধিকার হচ্ছে আমেরিকার জন্য একটি মৌলিক ব্যাপার।
মার্কিন পররাষ্ট্র দফতর এ সময় ভারতের মোদি সরকারের প্রতি। আনুরোধ করেছেন, কাশ্মিরি নাগরিকদের স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বার্থে ইন্টারনেট প্রতিবন্ধকতা তুলে নেয়ার জন্য ।
একইসাথে, ভারত ও পাকিস্তানকে মার্কিনের ঘনিষ্ঠ সহযোগী বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতর দুই প্রতিবেশী দেশকে অনুরোধ করেছে, তারা যেন কাশ্মিরের লাইন অফ কন্ট্রোল বরাবর উত্তেজনা কমিয়ে আনে এবং সমস্যা সমাধানে ইতিবাচক সংলাপ শুরু করে।
এর আগে, নিউ ইয়র্ক রাজ্যসভা ৫ ফেব্রুয়ারিকে কাশ্মির-আমেরিকান দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রথম নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এসেম্বলিতে এ দিবসটি স্বীকৃতি দেয়া হলো।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এসেম্বলির সদস্য নাদের সায়েগসহ ১২ জন সদস্যের পক্ষ থেকে এ প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন লাভ করে। এ প্রস্তাবে বলা হয়েছে যে
The resolution, sponsored by Assembly member Nader Sayegh and 12 other lawmakers, states that the “Kashmiri community has overcome adversity, shown perseverance and established themselves as one of the pillars of the New York immigrant communities.”
It adds that “the State of New York endeavours to champion human rights including the freedom of religion, movement and expression for all Kashmiri people, which are embedded within the US Constitution, through the recognition of diverse cultural, ethnic and religious identities.”
উল্লেখ্য, গত জুলাই মাসে মার্কিন নির্বাচনী তৎপরতার মধ্যে, ডেমোক্র্যাটিক পার্টি পাকিস্তানি-আমেরিকান সম্প্রদায়ের কাছে ওয়াদা করেছিল যে জো বাইডেন নির্বাচিত হলে আমেরিকা কাশ্মির সমস্যার সমাধানে এবং বিশেষ করে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে।
এর পর গত নভেম্বরেও ডেমোক্রাট দলিয় প্রার্থী জো বাইডেন মুসলমানদের জন্য তার অঙ্গীকারে কাশ্মিরিদের অধিকার রক্ষার প্রতি সমর্থন জানান।