করোনাকালে গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
করোনাকালে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া এমনি ভয়নকড় তথ্য জানা গিয়েছে। ২০২০ সালে উত্তর কোরিয়া যে পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এবং নতুন অস্ত্র তৈরি করেছে, তা এখন অনেকটাই স্পষ্ট।
কিছুদিন আগে দেশের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষ হওয়ার পরে সেনাবাহিনী একটি কুচকাওয়াজ করে। সেখানে নতুন ব্যালিস্টিক মিসাইল দেখানো হয় দেশটির নেতা কিম জং উনকে। বিশেষজ্ঞদের বক্তব্য, ওই ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে পরমাণু অস্ত্রও যুক্ত করা ছিল।
জাতিসংঘের প্রতিবেদনে অবশ্য আরও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। অভিযোগ, সাইবার হ্যাক করে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার জোগাড় করেছে উত্তর কোরিয়া।
এ অর্থ দিয়ে কম দূরত্বের, বেশি দূরত্বের এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে তারা। বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গোপনে এ কার্যক্রম চালিয়েছে দেশটি।