ঘরশক্র বিভীষণ : ফাখরিজাদ হত্যায় ইরানের সেনা সদস্য জড়িত
ফাখরিজাদেহকে হত্যায় ইরানের সেনা সদস্য জড়িত এমনি ভয়নকড় তথ্য জানা গেছে। ইরানের প্রখ্যাত বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় তাদের সশস্ত্র বাহিনীর একজন সদস্য জড়িত বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত না জানিয়ে গোয়েন্দামন্ত্রী বলেন, ওই আততায়ী হত্যাকাণ্ডের প্রাথমিক প্রস্তুতি নেওয়া ব্যক্তি সশস্ত্র বাহিনীর একজন সদস্য।
আলাভি বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর ওপর নজরদারি’ করা গোয়েন্দা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব হয়নি। নিরাপত্তারক্ষীসহ গত ২৭ নভেম্বর তেহরানের বাইরে একটি মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন ফাখরিজাদেহ। ওই সময় ফাখরিজাদেহর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি দাবি করছে, ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করার কাজে সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য তারা ইসরাইলকে দায়ী করে আসছে।
গত নভেম্বরে তেহরানের কাছে আততায়ী হামলায় ফাখরিজাদেহকে হত্যা করা হয়েছিল।