ট্রাম্পকে দোষী সাব্যস্ত না করলে এমন ঘটনা আরো ঘটবে: মার্কিন সিনেট
ট্রাম্পকে দোষী সাব্যস্ত না করলে সে ফের একই কাজ করবে এবং এই ঘটনা ভবিষ্যতে আরো ঘটবে বলে বিবৃতি দিয়েছে মার্কিন সিনেট। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন বলে সিদ্ধান্তে এসেছেন ডেমোক্র্যাটরা। এখন সিনেটের অভিশংসন বিচারে তাকে যদি দোষী সাব্যস্ত করা না হয়, তবে তিনি ফের একই কাজ করতে পারেন বলে হুশিয়ারি দেন তারা।
সহিংসতায় ট্রাম্পের যোগসাজশ খুঁজতে বৃহস্পতিবার দাঙ্গাকারীদের নিজস্ব শব্দগুলো ব্যবহার করেছেন অভিশংসন কৌঁসুলিরা। তাদের দাবি, ৬ জানুয়ারির ওই হামলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে।-খবর বিবিসির
সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রমাণে পুলিশ, ক্যাপিটল হিল ও গোয়েন্দা কর্মকর্তা এবং বিদেশি গণমাধ্যমের বিবরণ উপস্থাপন করেছেন ডেমোক্র্যাটরা।
শুক্রবার ট্রাম্পের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন। দাঙ্গায় উসকানি দেওয়ায় গত মাসে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসন করা হয়।