নিষেধাজ্ঞা সত্ত্বেও গ্যাস উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি ইরানের
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ বলেছেন, তার দেশ গ্যাস উৎপাদন ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তিনি বলেন, ইরানে প্রতিদিন ১০০ কোটি ঘন মিটার গ্যাস উৎপাদন করছে যা গ্যাস উৎপাদনের ক্ষেত্রে নতুন মাইলফলক।
মার্কিন সরকারের পক্ষ থেকে অবৈধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ইরান এই উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে।
রাজধানী তেহরানে জ্বালানি বিষয়ক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন চলার মধ্যেই বিজান জাঙ্গানেহ এসব তথ্য জানালেন। তিনি বলেন, তার দেশ এখন প্রতিদিন ১০০ কোটি চার লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন করছে। ২০২০ সালের প্রথম দিকের চেয়ে এই পরিমাণ ৬৭ কোটি ঘনমিটার বেশি।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক জ্বালানি বিষয়ক কোম্পানিগুলো ইরানের সঙ্গে চুক্তি করতে নিরুৎসাহিত হয়েছে কিন্তু এর মধ্যদিয়ে ইরানের জন্য একটি দুর্লভ সুযোগ এসেছে এবং সেটি হচ্ছে এই যে তেল-গ্যাস উৎপাদনের ক্ষেত্রে অভ্যন্তরীণভাবে ইরান নিজেই আলাদা ধরনের উন্নতি ঘটিয়েছে যার ফলে ইরাক এখন গ্যাসের ক্ষেত্রে এলিট ক্লাবের অন্যতম সদস্য