বিপদে মোদী, ভারতে তেল সরবরাহ বন্ধ করতে অর্থায়ন করছে চীন!
0
0
0
বেলুচিস্তানের গাওয়াদার বন্দরের নিকটে একটি বিমানবন্দর উন্নয়নের জন্য অর্থায়ন করছে চীন।মধ্য প্রাচ্য থেকে ভারতীয় উপকূলে তেল সরবরাহের লাইন বিঘ্নিত করার জন্য এমনটা করছে শি জিনপিংয়ের দেশ।
সূত্র জানায় এই বিমানবন্দর চীনকে ইরানের চাবাহার বন্দরে নজর রাখতে সহায়তা করবে যেখানে ভারত উন্নয়নের জন্য ১৪০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে। তারা জানান, চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল এয়ারবেসটির নির্মাণ কাজ এবং প্রকল্পটি ডিসেম্বরের শেষের দিকে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান হয়। নির্মাণাধীন গওয়াদার বিমানবন্দরটি ভারী সামরিক পরিবহণ বিমান অবতরণের জন্য নকশা করা হয়েছিল।