ইরানে ইসলামী বিপ্লব রুখতে বহু আগে থেকেই ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র :ইরানি জেনারেল
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ‘আমির আলী হাজি জাদে’ ইরানি আর্মির স্থলবাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের এক সমাবেশে বক্তৃতাকালে ইসলামি বিপ্লবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান।
ইসলাম প্রজাতন্ত্র ইরানের সাথে বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর শত্রুতার বিষয়ে তিনি বলেন: যদি ইরানের বিষয়ে বিশ্ব সাম্রাজ্যবাদ ও বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর শত্রুতার দিকে দৃষ্টি দেই তাহলে স্পষ্ট হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে পরিকল্পনা করছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের মধ্যকার ইস্যু কৌশলগত, যার গভীর শিকড় রয়েছে এবং যা অসমাধানযোগ্য।
ব্রিগেডিয়ার জেনারেল হাজি জাদে বলেন: ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়েরপরপরই মার্কিনীরা কুর্দিস্তানকে অস্থিতিশীল করে তোলে, বিপ্লব বিরোধী দল মুনাফিকদেরকে তৈরী ও শক্তিশালী করে, অভ্যুত্থান ও গুপ্তহত্যা চালানোর পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইরাককে লেলিয়ে দেয়। এছাড়া, ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধ অব্যাহত রাখে এবং এগুলোর সবকিছুর উর্ধ্বে পশ্চিমা বিশ্বের দিকে জনগণকে ঝুকানোর সর্বাত্মক চেষ্টা চালায়। এর মাধ্যমে তারা মূলত ইরানের সাথে তাদের শত্রুতাকে প্রমাণ করতে এবং নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল।
সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ে মহামান্য রাহবারের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন: সর্বোচ্চ নেতা বারংবার এ বিষয়ের প্রতি তাগিদ দিয়েছেন যেন সামরিক সরঞ্জাম ক্রয়ের দিকে না যাওয়া হয়। কেননা তিনি জানতেন যে, সামরিক সরঞ্জাম কেনার অভ্যাস তৈরি হলে অভ্যন্তরীন উৎপাদনের বিষয়ে আমরা উদাসীন হয়ে যাব। আজ তাঁর দূরদর্শিতা ও বিচক্ষণতার ফল স্বরূপ যা কিছু ডিজাইন বা উৎপাদনের চিন্তা করছি তা ডিজাইন এবং উৎপাদন করতে পারছি আমরা।
আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের কমান্ডার আরও বলেন: যেসব ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রকে শত্রু ভেবে তাদের উপর আস্থা রাখিনি, সেসব ক্ষেত্রে আমরা লক্ষ্যণীয় সফলতা পেয়েছি। আমাদের উন্নতি ও অগ্রগতি রুখতে শত্রুরা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।
তিনি বলেন: আলহামদু লিল্লাহ্, সাম্রাজ্যবাদী দাম্ভিক শক্তিগুলোর শত চাপের মুখেও আজ বেশীরভাগ সেক্টর ও সাব-সেক্টরগুলোতে আমরা অভ্যন্তরীন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এটা আমাদের মানতে হবে যে, যুক্তরাষ্ট্র আমাদের শত্রু এবং তারা আমাদের সক্ষমতা ও উন্নয়ন রুখতে চায়।
তার সংযোজন: শত্রুরা হামলার সুযোগ খুঁজছে, তবে তা শুধু সামরিক নয়। তাই আমাদের উচিত সামরিক বাহিনীর অংশ হিসেবে বিশেষ পরিকল্পনা হাতে নেয়া