৩০০ কি. মি. পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে ইরান
বিজয় দিবসে অন্যরকম মহড়া চালানোর পর এবার ৩০০ কি. মি. পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে ইরান।
৩০০ কিলোমিটার পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান। আজ রবিবার ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি এ তথ্য জানিয়েছেন।
পদাতিক ইউনিটের সেন্ট্রাল কমান্ডের বুদ্ধিমত্তা বিষয়ক এক উৎসবে তিনি আরও বলেন, পদাতিক বাহিনী কামান, রকেট এবং রকেট লঞ্চার খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, দেশের একটি অঞ্চলে তিনশ’ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে।
মধ্যমপাল্লার এই ক্ষেপণাস্ত্রটির দক্ষতা ও সক্ষমতা যাচাই করা হচ্ছে। এটি কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা পরীক্ষা করছি আমরা। তবে দেশের কোন এলাকায় এই পরীক্ষা চলছে তা জানাননি তিনি।
ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার আরও বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি স্মার্ট।
এটিকে সীমান্ত রক্ষায় কার্যকরী হিসেবে তৈরি করা হয়েছে। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব ধরণের আবহাওয়ায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
তিনি বলেন, আমরা এখন যেসব ক্ষেপণাস্ত্র নির্মাণ করছি সেগুলো স্মার্ট, শতভাগ অটোমেটিক এবং নিখুঁত।