আফগান বন্দরে অগ্নিকান্ডে ক্ষতি সামলে উঠতে সর্বাত্মক সাহায্য পাঠাবে ইরান!
আফগান ইরান সীমান্তে বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আফগানকে যথাযথ সাহায্য করার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান। ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কালা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ মিলিয়ন (৫ কোটি) মার্কিন ডলার ক্ষতি হয়েছে। রোববার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জিলানী ফাহাদ আনাদোলু এজেন্সিকে বলেন, ইরানের সহযোগিতায় হেরাত ফায়ার ব্রিগেড অবশেষে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ণয়ে কাজ চলছে।
দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের গভর্নর সায়েদ আবদুল ওয়াহেদ কইতালি বলেন, অগ্নিকাণ্ডে কেউ মারা যায়নি। তবে উল্লেখযোগ্য মানুষ আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করায় ইরানকে ধন্যবাদ জানান তিনি।
হেরাত চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান ইউনুস কাজিজাদে বলেন, অন্তত ৫০০টি ওয়েল ট্যাংকার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। যার আনুমানিক ক্ষতি ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
আফগানিস্তানের অন্যতম ব্যস্ত স্থলবন্দরটিতে শনিবার বিকেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ায় ভিডিওতে দেখা যায়, আগুনের কারণে আশপাশের বিশাল এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
জ্বালানি পণ্য আমদানিতে ইরানের উপর নির্ভরশীল আফগানিস্তান। ইসলাম কালা বন্দর দিয়েই সেসব পণ্য আমাদিন করে মধ্য এশিয়ার দেশটি।