বাইডেনকে ঠেকাতে আরো কাছাকাছি আসছে রাশিয়া-চীন জোট
বাইডেন কে পৃথিবীর নেতৃত্ব থেকে দমাতে নানান কৌশল অবলম্বন করে যাচ্ছে চীন রাশিয়া জোট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইস্যুতে যে অবস্থান ও মনোভাব দেখিয়ে গেছেন তা বিরল। তিনি পূর্বসূরিদের নীতি থেকে সরে রাশিয়াকে অনেকটাই চাপমুক্ত রেখেছিলেন।
অন্যদিকে দায়িত্ব গ্রহণের পরপর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর আবারও রাশিয়া ও চীনকে চাপে রাখার ইঙ্গিত দিয়েছেন।
প্রতি এক দশক পর পর কূটনৈতিক সম্পর্কের ভিত্তিগুলো বদলে যায়। নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ে। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের চার বছরে বিশ্ব কূটনীতির ধারা বদলে দিয়ে গেছেন। যে কারণে তার উত্তরসূরি প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রনীতিতে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের কাছ থেকেই।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও চীনের পশ্চিমাবিরোধী মনোভাব নতুন কিছু নয়। বাইডেন প্রশাসনের কঠোর নীতি দেশ দুটিকে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে।