মার্কিন আহ্বান উপেক্ষা করে সৌদি বন্দরে আবারো হামলা চালিয়েছে ইয়েমেন
0
0
0
সৌদি আরবের বিমান বন্দরে আবারো হামলা চালিয়েছে ইয়েমেন। সৌদি আরবের আবাহ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এ হামলা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট। মঙ্গলবার সৌদির বাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়াহ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।
হামলায় কোনো হতাহত হয়নি বলে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি জেনারেলদের পরিকল্পনায় হুতিরা বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে।
এতে বলা হয়, বিমান বন্দরে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। বিমানবন্দর ও ফ্লাইট সচল রয়েছে।
এর আগে গত সপ্তাহে আবাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে বিমানবন্দরে থাকা একটি বেসামরিক বিমানে আগুনও লেগে যায়।