নওগাঁয় ২১ ফেব্রুয়ারী ও ৭ মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্ততি সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক উত্তম কুমার রায় এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কে, এম, এ, মামুন খান চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল-রশিদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, আনসার ভিডিপির প্রতিনিধি রওশন আরা বেগম, মোছা, ফারজানা আকতার, সুবল চন্দ্র মন্ডল প্রমুখ।
সভায় ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন এবং ৭ মার্চ সকাল ৯টায় মুক্তির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পন, রচনা প্রতিযোগীতা, ভাষন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সিসি ক্যামেরা স্থাপন ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীতা হয়।