শান্তি ও স্থিতশীলতার নষ্টের জন্যে সবসময়ই দায়ী ছিল ভারত : পাক পররাষ্ট্রমন্ত্রী
পিবিসি নিউজ : ভারতই ইচ্ছাকৃতভাবে যুদ্ধ জিইয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির অভিযোগ, নয়াদিল্লির নীতি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ অবস্থায় ৪৫টি দেশের সমন্বয়ে আরব সাগরে যৌথ মহড়ার আয়োজন করে পাকিস্তান। প্রদর্শন করা হয় অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ।
আরব সাগরে অত্যাধুনিক সব যুদ্ধজাহাজ। পাকিস্তানের আয়োজনে যৌথ মহড়ায় অংশ নেয় ৪৫টি দেশ। যাতে ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও চীনসহ আরও কয়েকটি রাষ্ট্র। এ মহড়ার নাম ‘আমান-২০২১’। ২০০৭ সাল থেকে এমন আয়োজন করা হচ্ছে।
পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা খান আসিফ বলেন, এলাকাজুড়ে মহড়া হয়েছে। বিশ্বের বড় বড় দেশের নৌ বাহিনী এতে অংশ নিয়েছে। পাকিস্তান এর মাধ্যমে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবে। সম্প্রতি তুরস্কের সঙ্গেও মহড়ায় অংশ নেয় পাকিস্তান। যার একটাই লক্ষ্য, নিজেদের আরও বেশি ঝালিয়ে নেয়া।
এ অবস্থায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি অভিযোগ করেছেন, ভারত তার কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নষ্ট করতে মরিয়া। তারা চায় যেন যুদ্ধ সংঘাত লেগে থাকে। বিশেষ করে ভারত মহাসাগরে এখন দু’পক্ষের উত্তেজনা তীব্র হচ্ছে। নয়াদিল্লির হুমকি মোকাবিলায় মিত্র দেশগুলোকে নিয়ে ইসলামাবাদ এক হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।