জম্মু – কাশ্মিরে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বাংলাদেশী রাষ্ট্রদূত
পিবিসি নিউজ : জম্মু কাশ্মিরে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বাংলাদেশী রাষ্ট্রদূত। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের একটি জম্মু ও কাশ্মীরের সরেজমিন পরিস্থিতি এবং ভারত সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল্যায়নে দুদিনের সফরে রয়েছেন।
ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর ২৪ জনের বেশী রাষ্ট্রদূতদের তৃতীয় দলটি বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন। এর আগে গতবছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূতদের দুটি দল জম্মু ও কাশ্মীর সফর করেছেন। জম্মু ও কাশ্মীরে দুদিনের সফরকালে রাষ্ট্রদূতরা ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী বিশেষ মর্যাদা রহিত করার পরে স্থানীয় সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরাসরি তথ্য গ্রহণ করবেন।
বুধবার হিন্দুস্তান টাইমস’র রিপোর্টে বলা হয়, এই সফরের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং রাষ্ট্রদূতদের গ্রুপটি সেখানে পৌঁছানোর পরপরই স্থানীয় অধিবাসীদের সঙ্গে দেখা করার জন্য শ্রীনগরের উপকণ্ঠে বাদগাম জেলার মাগামের উদ্দেশ্যে রওয়ানা করেন। শ্রীনগর জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে এসকেআইসিসি (শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার) ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, সেখানে কূটনীতিকরা বিভিন্ন গ্রুপের সঙ্গে বৈঠক করেন।
সেখানে উর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন।
এদিন বিকালে কূটনীতিকরা ডাল লেকের তীরে শের-ই কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (এসকেআইসিসি) বিভিন্ন গ্রুপ ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন এমন রাজনীতিবিদদের মধ্যে বেশ কয়েকজন নভেম্বর-ডিসেম্বরের নির্বাচনে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচিতরা রয়েছেন। কাশ্মীর উপত্যকায় আইন শৃংঙ্খলার সঙ্গে জড়িত সিনিয়র কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করেন।
বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও চিলি, ব্রাজিল, কিউবা, বলিভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, বেলজিয়াম, স্পেন, সুইডেন, ইতালি, মালাউই, ইরিত্রিয়া, কোট ডি’ ভায়ার, ঘানা, সেনেগাল, মালয়েশিয়া, তাজিকিস্তান, কিরগিস্তান এবং ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকরা এই সফরে রয়েছেন।