বাধ্য হয়ে অবশেষে ইরানের পারমানবিক চুক্তিতেই ফিরছে যুক্তরাষ্ট্র
পিবিসি নিউজ : অনেক জলঘোলার পর অবশেশে যুক্তরাষ্টের ফেরা নিশ্চিত ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চুক্তিতে। পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় বছর আগের চুক্তিতে ফিরতে দৌড়ঝাঁপ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রীদের ভিডিও বৈঠক শেষে বিবৃতি এমন আগ্রহের কথা জানিয়েছে বাইডেন প্রশাসন।
চার দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে, জেসিপিওএ-তে যে প্রতিশ্রুতি দিয়েছিল ইরান, তা যদি দেশটি সুস্পষ্টভাবে মেনে চলতে রাজি হয় তবে যুক্তরাষ্ট্রও নিজেদে প্রতিশ্রুতি মেনে চলবে। বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন- জেসিপিওএ চুক্তিতে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে লাগাম টানার শর্তে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।