ইরাকে ন্যাটো সেনা বাড়ানোর প্রতিবাদ ইরাকি আলেমদের
পিবিসি নিউজ : ইরাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সেনা সংখ্যা বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে তার কঠোর সমালোচনা করেছেন দেশটির সরকারি কর্মকর্তা এবং শীর্ষ পর্যায়ের আলেমরা। তারা বলছেন, ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা সংখ্যা আট গুণ বাড়ানো হবে বলে যে মন্তব্য করেছেন তা একেবারেই অন্যায্য এবং অগ্রহণযোগ্য।
ইরাকের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আমের আল-ফায়েজ গতকাল (শুক্রবার) বলেন, ইরাকে ন্যাটো বাহিনী যে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে তা অন্যায়। তিনি জোর দিয়ে বলেন, তার দেশে বিদেশী কোন সেনা উপস্থিতির প্রয়োজন নেই।
আমের আল-ফায়েজ বলেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবেলার সক্ষমতা রাখে ইরাকি নিরাপত্তা বাহিনী এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আয়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় তা প্রমাণিত হয়েছে। ইরাকে বিদেশি কোনো সেনা উপস্থিতির প্রয়োজন আছে মনে করার দরকার নেই।
এদিকে, দিয়ালিয়ার আলেম ও ইউনিয়ন অব মুসলিমের বিশেষজ্ঞ জাব্বার আল-মা’মুরি বলেছেন, ইরাকে সেনা বাড়ানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। তিনি বলেন, ন্যাটো বাহিনীর পক্ষে এই ধরনের পদক্ষেপ নেয়ার কোনো যৌক্তিকতা নেই