নিজস্ব প্রযুক্তির সামরিক বিমান তৈরি করছে ইরান!
পিবিসি নিউজ : বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একে একে সমস্ত নির্ভরতা কমাতে নিজেদের প্রযুক্তি ব্যবহার করছে ইরান। ইরান অভ্যন্তরীণভাবে বেসামরিক বিমান সংস্থার অধীনে যাত্রীবাহী বিমান উৎপাদনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান তুরাজ দেহকানি জাঙ্গানেহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা বিমান উৎপাদনের কার্যক্রম বাড়াচ্ছি এবং আইআরএএন-১৪০ মডেলের বিমান কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হবে। এই বিমান সামরিক ইউনিটে ব্যবহৃত হবে।
ইরানের তাসমিন নিউজকে দেহকানি দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের প্রশংসা করে বলেন, “দেশের কোম্পানিগুলো বিমানের যন্ত্রাংশ মেরামত ও সরবরাহ করার ক্ষেত্রে যে উন্নতি লাভ করেছে তা আশাব্যঞ্জক। এ অবস্থায় আমরা ১০০ আসনের বিমান উৎপাদনের দিকে যাচ্ছি। ”
আইআরএএন-১৪০ মডেল হচ্ছে রাশিয়ার তৈরি অ্যান্টোনভ এএন-১৪০ এর স্থানীয় ভার্সন। ইস্ফাহানে অবস্থিত ইরান এয়ারক্র্যাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির লাইসেন্স নিয়ে এই বিমান ইরানে অ্যাসেম্বল করা হচ্ছে।