প্রথমবারের মতো চীনের ১১ যুদ্ধবিমানকে তাইওয়ানের জঙ্গিবিমানের ধাওয়া
পিবিসি নিউজ : প্রথমবারের মতো চীনের ১১টি যুদ্ধবিমানকে তাইওয়ানের জঙ্গিবিমানের ধাওয়া সমর্থন যুগিয়েছে চীনের আগ্রাসন এর বিরুদ্ধে। চীনের ১১টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশের পর ফের বেড়েছে উত্তেজনা। চীনা যুদ্ধবিমান ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিয়েছে তাইওয়ান, তারা এ জন্য কয়েকটি জঙ্গিবিমান মোতায়েন করেছে। যেগুলো চীনা বিমান প্রবেশের পর সেগুলোকে ধাওয়া করতে প্রাটাস দ্বীপ পর্যন্ত গেছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই দাবি করেছে।
এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ তাইওয়ানে সফরে যাওয়ার পর চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়।
এই দ্বীপ ভূখণ্ডে গত কয়েক দশকের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তাইওয়ান সফর করেন কেইথ। তার এই সফরের সময় তাইওয়ান প্রণালীর কাছে দু’দিনের সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র।
সেই সময়ও চীনা সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে তাইওয়ানের বিমানবাহিনীর এক পাইলট বাধা দেন।
তাইওয়ান অভিযোগ করছে, গত কয়েক মাসে বেশ কয়েকবার চীনা যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে।
পরিস্থিতি মোকাবিলায় তারা নিজেদের সীমানায় যুদ্ধবিমান মোতায়েন করতে বাধ্য হয়েছে। চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। সম্প্রতি চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিলে দ্বীপটিকে যুদ্ধের মোকাবেলা করতে হবে।