প্রথম দেশ হিসেবে অত্যাধুনিক রাডার যুক্ত হলো ইরানের সেনাবাহিনীতে
পিবিসি নিউজ : দিন দিন নিজেদের সাফল্য আর আধিপত্য জানান দিয়ে আসছে ইরান। দেশে তৈরি একটি রাডার ব্যবস্থা এবং একটি ভ্রাম্যমাণ অপারেটিং রুম উদ্বোধন করেছে ইরান। শনিবার ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের এই দুই সাফল্য উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহিফার্দ এবং ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।
অনুষ্ঠানে সাবাহিফার্দ বলেছেন, আমরা আজ ‘বাহমান রাডার সিস্টেম’ নামের যে ব্যবস্থাটি উন্মোচন করেছি তা বিশ্বের আর কোথাও দেখা যায় না।
তিনি বলেন, এই রাডার ব্যবস্থা খুবই ছোট আকারের উড়ন্ত বস্তুসহ সব ধরনের বিমান ও ড্রোন শনাক্ত করতে সক্ষম।
এছাড়া ভ্রাম্যমাণ অপারেটিং রুমটি উদ্ধার তৎপরতায় ব্যবহার করা হবে। বন্যা ও ভূমিকম্পসহ যেকোনো ধরনের দুর্যোগে এটি কার্যকর।
এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে বলে বলেও তিনি জানান। ইরান ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের বিভিন্ন সাফল্য উন্মোচন করছে।