নিউইয়র্কে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও আন্তর্জাতিক খেলোয়ারদের মতবিনিময় অনুষ্ঠিত
পিবিসি নিউজ: নিউইয়র্কে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টুর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে গত ২১ ফেব্রুয়ারী রোববার রাতে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইউএসএ এবং বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ক্রীড়া সংগঠক তৈয়বুর রহমান টনি সহ সম্প্রতি মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি সাবেক জাতীয় খেলোয়ার অলিম্পিয়ান সাইদুর রহমান ডনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইউএসএ’র আহ্বায়ক ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, সাবেক জাতীয় খেলোয়ার সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিম, মাহবুবুর রহমান মিঠু, আয়শা আক্তার, স্পোর্টস কাউন্সিলের সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সহ কোষাধ্যক্ষ মুফিজুল ইসলাম রুমি, কার্যকরী সদস্য জুয়েল আহমদ, কাজী তোফায়েল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট শাখাওয়াত বিশ্বাস, সালেহ আহমেদ প্রমুখ।
সভায় যুক্তরাষ্ট্র সফররত আবদুর রকিব মন্টু তার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নানা কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, অ্যাথলেটিক্সের হৃত গৌরব ফিরিয়ে আনতে নানামুখি উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বিশ্ব রেঙ্কিংয়ে অ্যাথলেটিক্সের মান উন্নয়ন ঘটেছে। আব্দুর রকিব মন্টু তার সম্মানে এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশের বিভিন্ন ইভেন্টে প্রবাসী খেলোয়ারদের অংশ গ্রহণের আহ্বান জানান। নিজ নিজ এলাকায় ক্রীড়া উন্নয়নে প্রবাসীতের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় বক্তারা আবদুর রকিব মন্টুর নের্তৃত্বে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অগ্রযাত্রার প্রশংসা করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন।