সাঁজোয়া শক্তিতে মুসলিম দেশগুলোর বাজিমাত, ৫ম সৌদি ও ৬ষ্ঠ তুরস্ক
পিবিসি নিউজ : সাঁজোয়া যান অধিকৃত দেশের তালিকায় মুসলিম দেশগুলোর জয়জয়কার। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় বিশ্বে পঞ্চম বৃহত্তম সাঁজোয়া শক্তির স্থান পেয়েছে সৌদি আরব। গত শুক্রবার আল-খালিজ অনলাইন এ প্রতিবেদন করেছে। তারা অনেক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিকে পেছনে ফেলে এই স্থানে ওঠে এসেছে।
আল-খালিজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল ফায়ার পাওয়ার সৌদি আরবকে বিশ্বের পঞ্চম সাঁজোয়া শক্তির দেশ হিসেব অভিহিত করেছে। তাদের সাঁজোয়া যান রয়েছে সাড়ে ১২ হাজার। এর মাধ্যমে তারা যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, তুরস্ক ও ইসরাইলকে পেছনে ফেলে দিয়েছে।
গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে যে ৪০ হাজার সাঁজোয়া যান নিয়ে সাঁজোয়া শক্তিতে বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র। এর পর রয়েছে চীন ৩৫ হাজার, রাশিয়া ২৭ হাজার, দক্ষিণ কোরিয়া ১৪ হাজার এক শ’
আর ১১ হাজার ৬৩০টি সাঁজোয়া যান নিয়ে তালিকার ষষ্ঠ শক্তিধর দেশ তুরস্ক, মিসর ১১ হাজার যান নিয়ে অষ্টম, সাড়ে ৮ হাজার নিয়ে ইরান ১৫তম, সাড়ে ৭ হাজার সাঁজোয়া যান নিয়ে ইসরাইলের অবস্থান ১৭তম।
উপসাগরীয় অঞ্চল, বৃহত্তম আরব ও মধ্যপ্রাচ্যের সেনাদলগুলোর মধ্যে সৌদির সেনাবাহিনীকে অন্যতম শক্তিশালী সেনাদল বিবেচনা করা হয়।