অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে বাইডেনকে আহ্বান ইরানের!
পিবিসি নিউজ :আমেরিকাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার নয়া সরকারকে অবিলম্বে অর্থনৈতিক সন্ত্রাসবাদী তৎপরতা বন্ধ করতে হবে। তিনি আজ (বুধবার) মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা বলেন।
আমিরুল মুমিমিন হজরত আলী (আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা পরমাণু সমঝোতায় সই করেছি, সেটা ভালো ভাবে মেনে চলেছি ও প্রতিশ্রুতি রক্ষা করেছি।
পাশ্চাত্যের দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেরাই নিজেদের বিচার করুন। আপনারা কখনোই প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলেননি। আমেরিকাতো জিরো। অন্যরাও একই রকম। ইরান ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্য কোনো দেশই পুরোপুরি তা মেনে চলে নি।
রুহানি বলেন, এখন সময় এসেছে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করার। আমরা চাই আমেরিকা যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো মেনে চলুক। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। আমেরিকার সাবেক সরকার সমঝোতা থেকে বেরিয়ে গেছে, কিন্তু বর্তমান সরকার জানে যে, সেটা ভুল ছিল।
ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, আমরা তিন বছর ধৈর্য ধরেছি কিন্তু তারা তারা কোনো পদক্ষেপই নেয়নি।