সৌদির ব্যাপারে সোমবার সিদ্ধান্ত জানবেন বাইডেন, দিতে পারেন নিষেধাজ্ঞা
পিবিসি নিউজ: জামাল খাশগি হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রিন্স সালমান ও সৌদি আরবের বিপক্ষে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সোমবার তার প্রশাসন সৌদি আরবকে নিয়ে একটি বিবৃতি দেবেন। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান জড়িত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন এমনটি উল্লেখ করার পর এই কথা জানালেন তিনি।
খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে রয়েছে বাইডেন প্রশাসন। বিশেষ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয়তে সৌদি যুবরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করা হয়।
[content-egg module=AE__amazoncom]
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শাস্তি দেওয়া হবে কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, সৌদির সঙ্গে কি করবো তা নিয়ে সোমবার একটি ঘোষণা আসছে।
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন