বর্তমান ইরানকে মোকাবিলার সামর্থ নেই ইসরায়েলের, স্বীকার মোসাদের
পিবিসি নিউজ : ইরানকে মোকাবেলায় ব্যর্থতা স্বীকার করলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানকে মোকাবেলায় নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে। লেবাননের দৈনিক আল-আখবার এই খবর দিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, মোসাদ তাদের রিপোর্টে বলেছে-২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় দেশের পরমাণু সমঝোতা সইয়ের সময়ের চেয়েও এখন ইসরায়েলের অবস্থা অনেক খারাপ। ইরানের মোকাবেলায় তারা আসলেই পরাজিত হয়েছে।
[content-egg module=AE__amazoncom]
গোয়েন্দা সংস্থাটি আরও বলেছে, মোসাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানো হয়েছে যে ইরান এই সময়ের মধ্যে সামরিক শক্তি জোরদার করেছে এবং এই অঞ্চলে নিজের প্রভাব ও অবস্থান আগের চেয়ে শক্তিশালী করেছে।
ইসরায়েলি গোয়েন্দাদের মতে, ইহুদিবাদী নেতাদের অযোগ্যতাই ইরানের মোকাবেলায় ইসরাইলের ব্যর্থতার কারণ। মোসাদ বলছে, এর আগে আর কখনোই এমন বাজে অবস্থায় ছিল না ইসরায়েল। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ করে পরমাণু ক্ষেত্রে ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে তা কেড়ে নেয়া সম্ভব নয় বলেও গোয়েন্দারা স্বীকার করেছে।