সিলেট-৩ আসনের উপনির্বাচনে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ
আমেরিকা বাংলা ডেস্ক : সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেটসহ সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।এ কারনেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা.ইসরাইল হোসেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি সংশোধিত পরিপত্র সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে বলে তিনি জানান। এতে জানানো হয়েছে, আগামী আগামী ৭ জুলাই পর্যন্ত উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েতসহ কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না। নির্বাচনের ঘোষিত তপশীল অনুযায়ী এ আসনে ৬ জুলাই থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু হওয়ার কথা ছিলো। তিনি জানান, ৮ জুলাই থেকে প্রচারনা চালানো করা কি-না সেটি কমিশন পরবর্তীতে জানাবে।
উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর পর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ২৮ জুলাই উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।