ভারতে চামড়া পাচাররোধে সীমান্তে সতর্ক বিজিবি
পিবিসি নিউজ ঃ কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কায় দিনাজপুরের হিলিসহ সীমান্তের বিভিন্ন এলাকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে। ঈদের দিন থেকে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নজরদারি করবেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম সোমবার রাতে জানান, হিলি সীমান্তসহ জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনে ৪১ কিলোমিটার সীমান্তের মধ্যে ২২ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেয়া রয়েছে। বাকি ১৯ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নেই। তাই ওইসব এলাকা দিয়ে ভারতে চামড়া পাচারের আশঙ্কা থাকে। এ কারণে বিজিবি টহল জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, এ ছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের বিভিন্ন পয়েন্ট মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা কাজ শুরু করেছেন। যাতে কেউ সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার করতে না পারে। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত এই নজরদারি বলবত থাকবে বলে জানান তিনি।