কালোটাকা অর্জনে উর্বর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ
পিবিসি নিউজ ঃ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, কোনো দেশ বা সমাজের জন্য আয় বৈষম্য কাম্য নয়।
কিন্তু বাজার অর্থনীতিতে আয় বৈষম্য বৃদ্ধি স্বাভাবিক ঘটনা হয়ে পড়ছে। প্রবৃদ্ধির সঙ্গে আয় বৈষম্যও বাড়ছে। পার্শ্ববর্তী দেশ ভারতসহ আমেরিকা ও সমাজতান্ত্রিক দেশগুলোতেও আয় বৈষম্য দেখা যাচ্ছে।
এ বৈষম্য বন্ধ করা যাবে না। এটি কমিয়ে আনতে হবে। এজন্য দরকার করনীতি সামঞ্জস্য এবং কার্যকর করা। দ্বিতীয় হচ্ছে ধনী শ্রেণির কাছ থেকে কর আদায় করা। বর্তমানে তাদের ওপর কর ধার্য করা আছে।
কিন্তু আদায় কম হওয়ায় কর অনুপাতও কম হচ্ছে। পাশাপাশি দেশে কালোটাকা কমিয়ে আনতে হবে। বাংলাদেশ এখন কালোটাকার জন্য উর্বর হয়ে দাঁড়িয়েছে। এটি মূলত হচ্ছে দুর্নীতির কারণে।
দুর্নীতি অনেক বেড়েছে, এটি রাজনৈতিক ও প্রশাসনেও পৌঁছে গেছে। এসব টাকা ব্যাংকে জমা রাখছে বা জমি কিনছে। আয় বৈষম্য কমাতে দেশে সুশাসন নিশ্চিত করতে হবে।
কালোটাকার উৎস বন্ধ করতে হবে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে আরও কাজে লাগাতে হবে। এসব ক্ষেত্রে জোর দেওয়া হলে সমাজে আয় বৈষম্য কমে আসবে।