বৌভাতের খাবার গেল এতিমখানায়, গুনতে হলো জরিমানা
পিবিসি নিউজ ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কঠোর লকডাউনের মধ্যে বৌভাত অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের ১০ হাজার টাকা জরিমানা ও প্রীতিভোজের খাবার জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, বুল্লা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে রোকন উদ্দিন গতকাল পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বিয়ে করেন। আজ জালাল উদ্দিনের ছেলের বৌভাত উপলক্ষে ওই বাড়িতে ৫০০ জনের প্রীতিভোজের আয়োজন করা হয়।
খবর পেয়ে ইউএনও সেখানে গিয়ে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অনুষ্ঠান বন্ধ করে দেন।
পরে, সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোকসমাগমের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে অনুষ্ঠানের আয়োজক হিসেবে জালাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, প্রীতিভোজের খাবার জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয় বলে জানান ইউএনও শেখ মঈনুল ইসলাম।