ছেলেকে আইসিইউ বেড ছেড়ে দিয়ে মৃত্যুকে বেছে নিলেন মা
পিবিসি নিউজ ঃ তিনি তো মা! তাই ছেলেকে বাঁচাতে নিজেকে মৃত্যুর কাছে সঁপে দিলেন তিনি।
ঘটনা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলের এ ঘটনাটি প্রকাশ পায় বুধবার (২৮ জুলাই) রাতে।
হাসপাতালের আইসিইউ বেডের ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাসের কাছ থেকে সাংবাদিকরা জানতে পারেন এই হৃদয় বিদারক ঘটনার কথা।
সপ্তাহখানেক আগে নগরীর দিদার মার্কেট সিঅ্যান্ডবি কলোনী এলাকার বাসিন্দা কানন প্রুভা পাল নামে ৬৭ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন পর তার ছেলে শিমুল পালও (৪২) করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন।
তিনি জানান, অবস্থা খারাপ হওয়ায় মা কানন প্রুভাকে এরমধ্যেই আইসিইউতে নেয়া হয়েছিল। গতকাল (মঙ্গলবার) শিমুলের শারীরিক অবস্থারও অবনতি হয়। তারও আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড পাওয়া যাচ্ছিল না।
ডা. রাজদ্বীপ বিশ্বাস বলেন, আইসিইউ বেডের এই সংকটের কথা জানার পর তার মা ইশারা করেন, তাকে বাদ দিয়ে যেন ছেলে শিমুলকে আইসিইউ সাপোর্ট দেয়া হয়। শেষে পরিবারের সবার সম্মতিতে চিকিৎসকরা মাকে বাদ দিয়ে ছেলে শিমুল পালকে আইসিইউ বেডে শিফট করা হয়। মাকে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বেডে। ঘণ্টাখানেক পরই বৃদ্ধা মা কানন প্রুভার মৃত্যু হয়।