ছাত্রদল নেতা জোসি রিমান্ডে
পিবিসি নিউজঃ রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতারকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মো. জানিবুল ইসলাম জোসিসহ দু’জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি হলেন, মো. বাসির আলী।
মঙ্গলবার দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনের মামলায় তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে সোমবার রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে এই দু’অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম। এসময় তাদের কাছে থেকে দু’টি পিস্তল, আট রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানা তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
ভারতের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রি করতে রাজধানীতে নিয়ে আসে এই চক্র। তারা কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। এর মধ্যে আসামি জোসি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ফ্রন্টলাইনার ছিলেন। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।