রাজধানীতে পুলিশি হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত, গ্রেফতার ১২
পিবিসি নিউজঃ রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির কাছে পুলিশের সাথে সংঘর্ষে দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় গ্রেফতার করা হয়েছে বিএনপির অন্তত ১২ নেতাকর্মীকে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। এ সময়
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম গ্রেফতার ও আহতদের নামের তালিকা প্রকাশ করেন।
আবদুস সালাম জানান, শহীদ জিয়ার মাজার এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এ জে এম শামসুল হক, কেন্দ্রীয় কৃষকদল নেতা শাহজাহান সম্রাট, লালবাগ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: রুবেল, সবুজবাগ থানা ছাত্রদল নেতা হাফিজ আহমেদ রাতুল, কামরাঙ্গীচর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম, সোহাগ, রবিউল, জুম্মন, সোলেমান, মুক্তার, পল্টন থানা বিএনপি নেতা মুনির হোসেন ও গুলশান থানা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের দেয়া তথ্য অনুযায়ী, পুলিশি হামলা আহতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব
আমিনুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, ফেরদৌসি আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট মকবুল আহমেদ সরদার, কামরাঙ্গীচর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: শরীফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান মিন্টু, আনন্দ শাহ, আর টি মামুন ও দফতর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।