চার প্রতিবন্ধীসহ সাত জেলায় ধর্ষণের শিকার সাত নারী
পিবিসি নিউজঃ দেশের ছয় জেলায় ধর্ষণের শিকার হয়েছেন ছয় নারী। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ, টাঙ্গাইল, খুলনার পাইকগাছা ও লক্ষ্মীপুরের কমলনগরে চার প্রতিবন্ধী, রাজবাড়ীতে এক নারী এবং নড়াইলের কালিয়া উপজেলায় শিশু রয়েছে। এ ছাড়া খুলনার দৌলতপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : কোম্পানীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে মামলা করেছেন মেয়েটির মা। মামলায় অভিযোগ করা হয়েছে-উপজেলার বেতমুড়া গ্রামের মুক্তেশ্বর বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাসের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদসংলগ্ন বিয়াম ল্যাবরেটরি স্কুলের সিঁড়ির নিচে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ওই গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে। র্যাব-১২ এর ৩নং কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র্যাব জানায়, মঙ্গলবার ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে লেবু বাগানে নিয়ে শফিকুল ধর্ষণ করে। ওই দিনই শিশুর বাবা টাঙ্গাইল সদর থানায় শফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন। মামলার পর ওই শিশুর বাবা র্যাবের কাছেও একটি অভিযোগ দেন।
খুলনা ও পাইকগাছা : নগরীর দৌলতপুরে ধর্ষণচেষ্টার মামলার আসামি তালেবকে খুঁজে পাচ্ছে না পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম যুগান্তরকে জানান, তালেব বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ ছাড়া খুলনার পাইকগাছায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণকালে বাস শ্রমিক মোমিন গাজীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। মোমিন উপজেলার গদাইপুরের চরমলই গ্রামের হাতেম (আদম) গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে পৌরসভার শিববাটী এলাকায় এ ঘটনা ঘটে।
রামগতি (লক্ষ্মীপুর) : কমলনগরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। এটি ধামাচাপা দিতে তরুণীর অবৈধ গর্ভপাত করানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনার ন্যায়বিচার ও শাস্তি দাবি করছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেছেন। মামলার আসামি চরফলকন ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে মো. মামুন হোসেন। অভিযুক্ত মামুন বর্তমানে প্রবাসে রয়েছেন।
রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার কৃষ্ণপুরে রাসেল খান নামে ট্রাকচালকের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। মামলার আসামি রাসেল খানকে পুলিশ গ্রেফতার করেছে। রাসেল রাজবাড়ী সদর উপজেলার কৃষ্ণপুরের হারুন অর রশীদ খানের ছেলে।
নড়াইল : কালিয়ায় এক শিশুকে নিজ ঘরে আটক করে ধর্ষণের অভিযোগে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুর রউফ মোল্যা উপজেলার জোকা গ্রামের বারেক মোল্যার ছেলে। মঙ্গলবার বিকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
কুমারখালী (কুষ্টিয়া) : কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুরে ১৫ আগস্ট রাতে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। ভুক্তভোগী নারী বাদী হয়ে মঙ্গলবার রাতে কুমারখালী থানায় মামলা করেছেন। কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, আসামিকে গ্রেফতারের জন্য জোড় চেষ্টা চলছে।