এহসান গ্রুপের এমডি রাগিবসহ তিন ভাই রিমান্ডে
পিবিসি নিউজঃ ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগিব আহসান ও তার তিন ভাইকে ৭দিনের রিমান্ড দিয়েছেন পিরোজপুরের একটি আদালত।
সোমবার ১৩ সেপ্টেম্বর জনসাধারণের জমাকৃত অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে পিরোজপুর জজ আদালতের অতিরিক্ত চীফ জুডিসিায়ল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের আদালত এই আদেশ দেন।
সমবায় অধিদপ্তরের সনদকৃত বিভিন্ন নামের মাল্টিপারপার্স-এর নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাগিব আহসান ও তার পরিবার সদস্যরা হাতিয়ে নেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) খান মো. আলাউদ্দীন জানান, পিরোজপুরের অদূরের তেজদাসকাঠী গ্রামের হারুন অর রশিদের দায়েরকৃত মামলায় ৯১ কোটি ১৫ হাজার ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
গত ৯ সেপ্টেম্বর এহাসান গ্রুপের এমডি রাগিব আহসান ও তার ভাই আবুল বাসারকে ডিবি পুলিশ ও র্যাব ঢাকায় গ্রেপ্তার করে। অপর দুই ভাই মাওলানা মাহমুদুল হাসান ও খাইরুল ইসলামকে শহরতলীর খলিশাখালীর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।