বিয়ে করতে গিয়ে কারাগারে বর
পিবিসি নিউজঃ শেরপুরের নালিতাবাড়ীতে বাল্যবিবাহের চেষ্টার অভিযোগে বরকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে আপন চাচাতো বোনের (১৩) সঙ্গে বাল্যবিয়ের আয়োজনের সময় বরকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই সন্তানের জনক মোশাররফ হোসেন (৩০) পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধরাবুন্নি গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে মোশারফ হোসেনের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পর ১৩ বছর বয়সী পিতৃহারা আপন চাচাতো বোনকে বিয়ের সিদ্ধান্ত নেয় মোশারফ। পারিবারিক ভাবে বিয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়েটিকে ঢাকায় তার মায়ের কাছ থেকে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামের নানার বাড়ি আনা হয়। সেখানে রাত ১০টার দিকে কিশোরীর বিয়ের যাবতীয় আয়োজন চলছিলো।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
ইউএনও বলেন, বাল্যবিবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।