ডিএনসিসির মেয়র আতিকের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
পিবিসি নিউজঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন দুপুরে এ আদেশ দেন।
বাদিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, দুপুরে বিচারক মামলার আবেদন খারিজের আদেশ দিয়েছেন।
এর আগে সকালে মো. আব্দুর রহিম নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলার আবেদন করেন। বিচারক বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছিলেন।
মামলার আরজিতে বলা হয়, বাদি সরকারের নিকট থেকে ৪৭ দশমিক ৯০ একর জমি বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রকল্প বরাদ্দ নেন। সেই প্রকল্পের জমি বিভিন্ন অসদুপায়ে অন্যদের দখল করতে উৎসাহিত করেন বিবাদী আতিকুল ইসলাম।
আসামিরা বিভিন্ন মিডিয়ার এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃত ভাবে বাদি ও তার পরিবারের সম্পর্ক আক্রমণাত্মক মিথ্যা এবং মানহানির তথ্যপ্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয়।