গ্রাহকের শতকোটি টাকা নিয়ে উধাও কর্ণফুলী মাল্টিপারপাসের মালিকপক্ষ
পিবিসি নিউজঃ প্রতারণার মাধ্যমে গ্রাহকদের শতকোটি টাকা লুটে নিয়ে পালিয়েছে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিকপক্ষ। তবে প্রতিষ্ঠানটির ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে র্যাব-৪-এর একটি দল।
র্যাব বলছে, জসীম উদ্দিন যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে চেষ্টা করছেন তারা।
প্রতিষ্ঠানটির প্রতারণা নিয়ে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, সমবায় সমিতির নামে প্রতিষ্ঠানটির মালিক জসীম উদ্দিন ২৫-৩০ হাজার মানুষের সাথে প্রতারণা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের ১১০ কোটি টাকা লোপাট করেছে। বর্তমানে তাদের অ্যাকাউন্টে আছে ৮০ লাখ টাকার মতো।
ভুক্তভোগীরা পোশাককর্মী, রিকশাচালক, ভ্যানচালক, অটোচালক, সবজি-ফল ব্যবসায়ী, গৃহকর্মীসহ সমাজের নিম্ন আয়ের মানুষ। কাগজে-কলমে প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা পাঁচ শতাধিক।
গতকাল সোমবার বেলা দেড়টা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে র্যাব ১০ জনকে গ্রেফতার করে। সেইসাথে মিরপুরের নান্নু মার্কেট এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে ১৭টি মুদারাবা সঞ্চয়ী হিসাব বই, ২৬টি চেক বই, ২টি হিসাব বই, ৩টি সিল, ১২০টি সঞ্চয়ী হিসাবের বই, পাসপোর্ট, টাকাসহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে র্যাব।